ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের  উদ‍্যোগে  উপজেলার বানেশ্বর উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে শুক্রবার দিন ব‍্যাপী ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত  হয়। ফ্রি মেডিকেল ক‍্যাম্পে মেডিকেল ২০জন বিশেষজ্ঞ  চিকিৎসক প্রায় ১হাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত  মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষুধ দেয়া হয়। অ‍্যাসোসিয়েশনের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা  মোঃরফিকুল ইসলামের সভাপতিত্বে ফ্রি মেডিকেল  উদ্বোধনী  সভায়  সংগঠনের সাধারণ সম্পাদক  মোঃ জামাল মিয়ার সঞ্চালনায় বক্তব‍্য রাখেন অধ‍্যাপক শাহনেওয়াজ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা  আবুল কালাম, বুল্লা ইউনিয়নের চেয়ারম‍্যান মিজানুর রহমান মিজান,সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কাদির,শিশু বিশেষজ্ঞ ডাঃ আখলাক আহমেদ,হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ হাবিবুল্লাহ সেলিম,গাইনি বিশেষজ্ঞ ডাঃ রেজওয়ানা মির্জা,সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি  ও  দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস, সমর  রহমান,কানাডা প্রবাসী রক্তরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আলী আজম টিপু, সমাজ সেবক ওয়ালিউল ইসলাম খাঁন চোধুরী, প্রধান শিক্ষক গঙ্গেঁশ চন্দ্র দাস, সিলেট সদর উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার অভিজিত কুমার পাল, সংগঠনের সাবেক সাধারণ  সম্পাদক গিয়াস উদ্দিন প্রিন্সিপাল  কুদরতে এলাহী পুনম, মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর প্রমূখ। 


সভাপতি বীর মুক্তিযোদ্ধা  রফিকুল ইসলাম বলেন মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেট সব সময় মাধবপুরের মানুষের মানুষের জন‍্য কিছু করতে চায়।  চিকিৎসা সেবা নিয়ে আজকে আমরা এসেছি। অনেক অসহায় মানুষ আজ বিশেষজ্ঞ চিকিৎসরদের সেবা পেয়েছেন। ভবিষ‍্যতে মাধবপুর এসোসিয়েশন সিলেট  অতীতের ন‍্যায় মানবতার সেবার পরিধি আরো বাড়ানোর চেষ্টা করবো। কারণ সংগঠনে যারা আছেন সকলেইর শিকর মাধবপুর।

ads

Our Facebook Page